শ্রীমঙ্গলে লকডাউন না মানায় ৩ জনকে জেল

আপডেট: April 15, 2021 |

তিমির বনিক, মৌলভীবাজার করেসপন্ডেন্ট: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় করোনা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি সরকার কতৃক কঠোর লকডাউন পরিস্থিতিতে অবস্থান করছে। দিনের পর দিন করোনা মহামারী ভয়াল থাবায় প্রতিনিয়তো প্রান হারাচ্ছে। এরই ধারবাহিকতায় শ্রীমংগল থানা পুলিশ সরকারি বিধি নিষেধ অমান্য করার জন্য এসআই মোহাম্মদ আলমগীর এর অভিযানে একটি টিম পরিচালনা করেন। শ্রীমঙ্গল থানা এলাকায় করোনা সচেতনতা লকডাউন ও বিশেষ অভিযান পরিচালনা কালে বিভিন্ন স্থান থেকে অপ্রয়োজনে বের হওয়ায় ৩ জনকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তিদের উপর করোনা সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (১) এর (খ) ধারা মোতাবেক গ্রেফতার পূর্বক ১৫ এপ্রিল বৃহস্পতিবার শ্রীমঙ্গল থানা থেকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে মৌলভীবাজার প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন তদন্ত অছি হুমায়ুন কবির।

Share Now

এই বিভাগের আরও খবর