ব্যাগভর্তি ২ লাখ ৮৫ হাজার টাকা ফিরিয়ে দিয়ে যুবলীগ সভাপতির দৃষ্টান্ত স্থাপন

আপডেট: April 15, 2021 |
print news

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকা থেকে কুড়িয়ে পাওয়া ব্যাগভর্তি ২ লাখ ৮৫ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারাবো পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম।

বৃহস্পতিবার বিকালে তারাবো পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরের সহযোগিতায় টাকার মূল মালিককে ফিরিয়ে দেওয়া হয়।

গত ৮ এপ্রিল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হক কাপড় কিনতে ভুলতা গাউছিয়া পাইকারি কাপড়ের হাটে আসেন। সেখানে যাত্রীবাহী লেগুনায় ব্যাগভর্তি টাকা রেখেই তিনি হাটে চলে আসেন।

পরে লেগুনার অপর যাত্রী শাহ আলম টাকা পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। খবর পেয়ে কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হক তারাবো পৌরসভার কাউন্সিল রফিকুল ইসলাম মনিরের সঙ্গে যোগাযোগ করেন। পরে টাকা ও নোটের পরিমাণসহ প্রমাণ করার পর মোজাম্মেল হকের হাতে টাকা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসীম উদ্দিন, পূর্ব রাজারগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল শেখ, মো. জুলহাস প্রমুখ।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর