২০২২ বিশ্বকাপে দর্শকদেরও টিকা দেবে কাতার

আপডেট: April 18, 2021 |
print news

২০২২ বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত কাতার। এ লক্ষ্যে বিশ্বকাপের আগেই সংশ্লিষ্ট সবাইকেই কোভিডের ভ্যাকসিন দেয়া হবে।

কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, শুধু ফুটবলারদেরই নয়, দর্শকদেরও করোনার টিকার আওতায় আনা হবে।

করোনার করালগ্রাসে বিপর্যস্ত বিশ্ব। ২০২০ সালে বৈশ্বিক অনেক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত হয়ে যায় করোনাভাইরাসের কারণে।

সেই প্রতিযোগিতাগুলো এ বছর নিয়ে আসা হলেও বিশ্বজুড়ে নতুন করে করোনা হানা দেওয়ায় আবার তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে যে কবে আসবে তা জানা নেই কারোই।

তাইতো বাস্তবতা মেনে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ, মাঠে ফিরছে খেলা। একে একে আয়োজিত হচ্ছে স্থগিত আসরগুলো। অবশ্য তার অধিকাংশই দর্শক-শূন্য গ্যালারিতে।

তবে সে পথে হাঁটতে চায় না ফুটবল বিশ্বকাপের এবারের আয়োজক কাতার। করোনাকে হারিয়ে দর্শক-পূর্ণ গ্যালারিতেই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা তাদের। সে লক্ষ্যেই মেগা প্রজেক্ট হাতে নিয়েছে দেশটি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর