নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আপডেট: April 19, 2021 |
print news

সিরাজগঞ্জের শাহজাদপুরে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন।

গতকাল রবিবার (১৮ এপ্রিল) রাতে ঢাকা-পাবনা মহাসড়কের তালগাছি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ হেল বাকী।

এসআই আব্দুল্লাহ হেল বাকী জানান, সন্ধ্যায় তালগাছি বাজার এলাকায় শাহজাদপুরগামী একটি নছিমনের সঙ্গে সলঙ্গাগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়েন।

ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর