অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে অনাস্থা বাড়ছে ইউরোপে

আপডেট: April 20, 2021 |

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরে রক্ত জমাট বাঁধার উপসর্গ দেখা দেওয়ার খবর প্রকাশের পর থেকে ফ্রান্সসহ ইউরোপের দেশগুলোর অনেক মানুষ এই ভ্যাকসিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

ইউরোপীয় দেশগুলোর প্রশাসনকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার বিষয়ে জনগণকে আস্বস্ত করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় নানা জনমত জরিপ এবং সরকারের টিকাদান কর্মসূচির পরিসংখ্যানে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ তৈরি হওয়ার প্রমাণ পাওয়া গেছে। যদিও এই ভ্যাকসিন নেওয়ার পর রক্ত জমাট বাঁধার ঘটনা খুবই বিরল। কিন্তু তাতেই জনমনে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে রক্ত জমাট বাঁধার ঘটনা সমানে আসার পর ডেনমার্ক এই ভ্যাকসিনের ব্যবহার বন্ধ করে দেয়। আর ফ্রান্সসহ ইইউভুক্ত আরও বেশ কয়েকটি দেশ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়ার বিষয়ে বয়সসীমা বেঁধে দিয়েছে।

ইইউর ওষুধ নজরদারি সংস্থা অবশ্য বলছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সামান্য ঝুঁকির তুলনায় লাভ অনেক বেশি। তাই টিকাদান কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত। বেশিরভাগ দেশের সরকারও জনগণকে এই ভ্যাকসিন নিতে উৎসাহ দিয়ে যাচ্ছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর