২৪ ঘণ্টায় দুই লাখের বেশি মুভমেন্ট পাস ইস্যু
আপডেট: April 20, 2021
|

গত ২৪ ঘণ্টায় দুই লাখ ২১ হাজার ৯৬৬ মুভমেন্ট পাস ইস্যু করেছে পুলিশ। আর এখন পর্যন্ত সারাদেশে ৯ লাখ ৬৩ হাজার ২১১টি মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে। ওয়েবসাইটে মোট রেজিস্ট্রেশন করেছেন ৮ লাখ ২৮ হাজার ৪০৮ জন।
উল্লেখ্য, একবার রেজিস্ট্রেশন করলে, দিনে দুবার মুভমেন্ট পাস নেওয়া যাবে।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এআইজি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ওয়েবসাইটে হাজার ১৯ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৭৯৪টি হিট পড়েছে।
তিনি বলেন, অপ্রয়োজনে বাইরে বের না হওয়া ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাসার বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হবেন তাদেরকে মুভমেন্ট পাস নিয়ে চলাফেরা করার আহ্বান জানান।
বৈশাখী নিউজ/ জেপা