ব্যাংকে লেনদেনের সময় বাড়লো

দেশে লকডাউন চলাকালে ব্যাংকে লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। আর ব্যাংক খোলা থাকবে সাড়ে ৩টা পর্যন্ত। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ করা হলো। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বেলা ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

ঈদের ছুটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করতে হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

বৈশাখী নিউজজেপা