নাইজারে বন্দুকধারীদের হামলায় ১৫ সৈন্য নিহত

আপডেট: May 6, 2021 |

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সেনাবাহিনীর একটি পোস্টে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১৫ সেনা নিহত ও আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিলাবেরিতে হামলার এ ঘটনা ঘটেছে। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সেনারা জঙ্গিবিরোধী বিশেষ অভিযান ‘আলমাহাউ’ এর অংশ ছিল। মঙ্গলবার বিকালে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়।

বিবৃতিতে হামলাকারীদের ‘সন্ত্রাসী’ বলে বর্ণনা করা হয়েছে।

দুপক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়েছেন। বাকিরা পিছু হটে উত্তর দিকে চলে যায়, তাদের অনুসরণ করা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এলাকাটি মালি ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী। এর দুই দিন আগে তিলাবেরির নিকটবর্তী তাহৌয়া অঞ্চলে বন্দুকধারীদের আরেকটি হামলায় ১৬ সেনা নিহত হয়েছিল।

২০১৮ সালে মালির ঘাঁটিগুলো থেকে সীমান্ত পেরিয়ে নাইজারের এই অঞ্চলগুলোতে হামলা চালানো শুরু করে আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত জঙ্গিরা। এর পর থেকে তাদের একের পর এক আক্রমণে নাইজারের কয়েকশত সেনা ও বেসামরিক নিহত হয়েছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর