খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সময়: 7:35 pm - May 8, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে সময় সংবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার (০৮ মে) বিকেলে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন। তবে বিদেশ পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, আইন মন্ত্রণালয় আমাদের কাছে পাঠালে আমরা দেখবো।

এর আগে সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে আজ শনিবারের মধ্যে মতামত জানিয়ে দেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

আনিসুল হক বলেন, আজকেই (শনিবার) মতামত জানিয়ে রোববার (৯ মে) সকালে ফাইল পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

এর আগে বেগম জিয়াকে বিদেশ নিতে গত বুধবার (৬ মে) রাত আটটায় আবেদন করে তার পরিবার। এখনও সরকারের গ্রিন সিগনাল মেলেনি।

এদিকে শনিবার সকালে এভারকেয়ার হাসপাতালের সিনিয়র জেনারেল ম্যানেজার ডা. আরিফ মাহমুদ জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অক্সিজেন অবস্থা ভালো আছে। আজ কোনো সমস্যা নেই। আগের চেয়ে তিনি ভালো আছেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর