মমতার নতুন মন্ত্রিসভার শপথ আজ

সময়: 11:08 am - May 10, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন মমতা ব্যানার্জি। আজ সোমবার (১০ মে) স্থানীয় সময় বেলা ১১টায় শপথগ্রহণ করবে নতুন মন্ত্রিসভা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গের রাজভবনে সীমিত পরিসরে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এবার ৪৩ জন মন্ত্রীর একটি তালিকা রাজভবনে জমা দিয়েছেন মমতা। পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর। যে তালিকা পাঠানো হয়েছে তাতে ১৭ জন নতুন মুখ দেখা যাবে।

মমতার মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রীরা হলেন- ১. উজ্জ্বল বিশ্বাস, ২. পার্থ চট্টোপাধ্যায়, ৩. অমিত মিত্র, ৪. বঙ্কিমচন্দ্র হাজরা, ৫. জ্যোতিপ্রিয় মল্লিক, ৬. সাধন পাণ্ডে, ৭. মানসরঞ্জন ভুঁইয়া, ৮. শোভনদেব চট্টোপাধ্যায় , ৯. মলয় ঘটক, ১০. অরূপ বিশ্বাস, ১১. সুব্রত মুখোপাধ্যায়, ১২. অরূপ রায়, ১৩. রথীন ঘোষ, ১৪. ফিরহাদ হাকিম, ১৫. চন্দ্রনাথ সিংহ, ১৬. সৌমেন মহাপাত্র, ১৭. ব্রাত্য বসু, ১৮. পুলক রায়, ১৯. বিপ্লব মিত্র, ২০. গোলাম রব্বানি, ২১. শশী পাঁজা, ২২. জাভেদ আহমেদ খান, ২৩. স্বপন দেবনাথ, ২৪. সিদ্দিকুল্লাহ চৌধুরী।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী- ২৫. সুব্রত সাহা, ২৬. বেচারাম মান্না, ২৭. অখিল গিরি , ২৮. হুমায়ুন কবীর, ২৯. চন্দ্রিমা ভট্টাচার্য, ৩০. সন্ধ্যারাণী টুডু , ৩১. রত্না দে নাগ, ৩২. বুলুচিক বরাইক, ৩৩. সুজিত বসু, ৩৪. ইন্দ্রনীল সেন।

প্রতিমন্ত্রী- ৩৫. দিলীপ মণ্ডল, ৩৬. আক্রুজ্জমান, ৩৭. শিউলি সাহা, ৩৮. শ্রীকান্ত মাহাত, ৩৯. সবিনা ইয়াসমিন, ৪০. বীরবাহা হাঁসদা, ৪১. জ্যোৎস্না মান্ডি, ৪২. পরেশচন্দ্র অধিকারী, ৪৩. মনোজ তিওয়ারি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর