হ্যাকারদের ৩৭ কোটি টাকা দিয়ে মুক্ত মার্কিন পাইপলাইন

আপডেট: May 20, 2021 |

যুক্তরাষ্ট্রের কলোনিয়াল পাইপলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবার হামলাকারীদের ৪৪ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৭ কোটি টাকা ঘুষ দিয়েছে তারা।

সাইবার হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ লাইনটি অফলাইন করে দেয় হ্যাকাররা। পরিস্থিতি কবে উন্নতি হবে— এমন অনিশ্চয়তা থেকে এ টাকা দেওয়া হয় বলে ওয়াল স্ট্রিট জার্নালকে জানানো হয়।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জোসেফ ব্লন্টের মতে, তিনি জানতেন এটি খুবই বিতর্কিত সিদ্ধান্ত। কিন্তু নিরুপায় হয়ে কাজটি করেছেন।

সাড়ে ৫ হাজার মাইল বিস্তৃত এই পাইপলাইন দিনে ২৫ লাখ ব্যারেল তেল সরবরাহ করে।

সংস্থাটির মতে, তার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ৪৫ ভাগ ডিজেল, পেট্রল ও জেট ফুয়েল এই লাইনের মাধ্যমে সরবরাহ করে।

এ হামলার পেছনে ছিল ডার্কসাইড নামের সাইবার অপরাধ সংস্থা। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই ঘুষ দেওয়া হয় বলে জানান ব্লন্ট। আরও বলেন, অপরাধীদের টাকা দেওয়ার বিষয়টি তার জন্য স্বস্তিকর ছিল না। কিন্তু দেশের সার্থে ঠিক কাজটিই করেছেন।

অবশ্য যুক্তরাষ্ট্র সরকার এ সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। কারণ এ ধরনের ঘটনা ভবিষ্যতে হ্যাকারদের আরও উৎসাহিত করবে।

৭ মে সাইবার হামলার পর কলোনিয়াল পাইপলাইন অফলাইনে চলে যায়। এ কারণে যুক্তরাষ্ট্রের বিস্তৃত এলাকায় সংকট তৈরি হয়। বেড়ে যায় জ্বালানির দামও।

এ ঘটনায় সংস্থার কোটি ডলারের মতো ক্ষতি হয়েছে।

এ দিকে পাইপলাইন হ্যাকের পর ডার্কসাইড জানায়, সমাজে কোনো সমস্যা তৈরি নয়, তাদের লক্ষ্য শুধু টাকা ‍উপার্জন। তারা ভূরাজনীতিতে অংশ নিতে আগ্রহী নয়।

Share Now

এই বিভাগের আরও খবর