ইংলিশ ফুটবলের বর্ষসেরা দিয়াস

আপডেট: May 21, 2021 |

ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াস। ক্লাব সতীর্থ কেভিন ডে ব্রুইনে ও টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইনকে পেছনে ফেলেছেন পর্তুগিজ এই ডিফেন্ডার।

দিয়াসের জয়ে ৩২ বছর পর কোনো ডিফেন্ডার জিতলেন এই পুরস্কার। ডিফেন্ডার হিসেবে লিভারপুলের সাবেক খেলোয়াড় স্টিভ নিকল ১৯৮৯ সালে শেষবার জিতেছিলেন এটি।

ক্লাবের প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার ও লিগ কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পুরস্কারটি পেলেন দিয়াস। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছে সিটি, যে পথচলায় দলটির জমাট রক্ষণ গড়ায় বড় ভূমিকা ২৪ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের।

গত বছর পর্তুগালের পেশাদার ক্লাব বেনফিকা থেকে সিটিতে যোগ দেন দিয়াস। তৃতীয় খেলোয়াড় হিসেবে ইংলিশ ফুটবলে নিজের প্রথম মৌসুমেই সম্মানজনক পুরস্কারটি জিতলেন তিনি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর