আইনস্টাইনের চিঠি নিলামে বিক্রি হল ১০ কোটি টাকায়

আপডেট: May 22, 2021 |

বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি নিলামে ১২ লাখ ডলারের (প্রায় ১০ কোটি টাকা) বেশি দামে বিক্রি হয়েছে। এতে পদার্থবিজ্ঞানের সুপরিচিত সমীকরণ E=mc2 এর উল্লেখ রয়েছে।

চিঠিটি প্রত্যাশিত মূল্যের চেয়েও তিনগুণ বেশিতে বিক্রি হয়েছে। শুক্রবার (২১ মে) বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন এমন খবর দিয়েছে।-খবর বিবিসি ও গার্ডিয়ানের

অজ্ঞাত এক নথি সংগ্রাহক এটি কিনে নিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এর বাইরে আর তিনটি নথিতে আইনস্টাইনের হাতে লেখা E=mc2 পাওয়া গেছে।

আইনস্টাইনের এ সমীকরণটি প্রথম প্রকাশিত হয় ১৯০৫ সালে। একটি বৈজ্ঞানিক নিবন্ধে তিনি এটি প্রকাশ করেছিলেন। এতে আলোর গতি ও বস্তুর ভরের সঙ্গে শক্তির সম্পর্ক তুলে ধরা হয়েছে।

পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদভিগ সিলভারস্টেইনকে লেখা চিঠিটিই এখন পর্যন্ত কারো ব্যক্তিগত সংগ্রহ থেকে পাওয়া একমাত্র নথি, যেখানে আইনস্টাইন নিজের হাতে সমীকরণটি লিখেছিলেন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর