ভারতে ঘূর্ণিঝড়ে হাজার হাজার গৃহহীন , নিহত ৫

আপডেট: May 28, 2021 |

ভারতে ঘূর্ণিঝড়ের আঘাতে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়লেও সময় মতো লোকজনকে সরিয়ে নেয়ার ফলে মৃতের সংখ্যা এককের অঙ্ক ছাড়িয়ে যায়নি।

ঘূর্ণিঝড় উত্তর ভারত মহাসাগরের একটি নিয়মিত বিপত্তি। তবে বিজ্ঞানীরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনে সমুদ্রের তাপমাত্রা উষ্ণ হওয়ার কারণে এ অঞ্চলে ঘূর্ণিঝড় আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে।

মাত্র এক সপ্তাহ আগে ঘূর্ণিঝড় তাউকতায়ের আঘাতে ভারতের পশ্চিমাঞ্চলে কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি ঘটে। তাই, ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানার আগেই সরিয়ে নেয়া হয় পশ্চিমবঙ্গ ও উড়িষায় ১৫ লাখের বেশি লোককে।

ঘূর্ণিঝড় ইয়াস বুধবার প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়াসহ ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) বেগে ভূখণ্ডে আছড়ে পড়ে, যা ছিল দ্বিতীয় ক্যাটাগরির হারিকেনের সমকক্ষ।

পূর্ণিমার কারণে স্বাভাবিকের চেয়ে জোয়ার তীব্রতর হওয়ায় ডাবল-ডেকার বাসের আকারের ঢেউ আছড়ে পড়ে উপকূলের তীরবর্তী শহর ও গ্রামগুলোকে প্লাবিত করে। সমুদ্রের নিকটবর্তী গ্রামের বাসিন্দা প্রবীর মাইতি এএফপিকে বলেন, “আমি আমার বাড়িঘর সবকিছু হারিয়েছি।”

কর্মকর্তারা জানিয়েছেন, বাধ ভেঙে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গে দু’জন এবং উড়িষায় তিন জন প্রাণ হারিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিন লাখের অধিক বাড়িঘর ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর