বাংলাদেশের কাছে সিরিজ হার খুবই লজ্জার: জয়সুরিয়া

আপডেট: May 28, 2021 |

এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন হোয়াইটওয়াশের মুখে লঙ্কানরা। কিন্তু বাংলাদেশের কাছে শ্রীলঙ্কার সিরিজ হার লজ্জার বলে জানালেন দেশটির সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। তিনি বলেন, ‘বাংলাদেশের কাছে এভাবে সিরিজ হার মেনে নেয়া কঠিন, খুবই লজ্জার।’

সিরিজের প্রথম ম্যাচ ৩৩ রানে এবং দ্বিতীয়টি বৃষ্টি আইনে ১০৩ রানে হার শ্রীলঙ্কার। এতে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো সিরিজ হারের লজ্জা পায় লঙ্কানরা। বাংলাদেশের কাছে প্রথমবারের মতো সিরিজ হার মেনে নিতে পারছেন না জয়সুরিয়া।

টুইটারে জয়সুরিয়া লিখেছেন, ‘একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হবার সুবাদে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেওয়া আমার পক্ষে কঠিন।’

এভাবে সিরিজ হার জাতীয় সম্মান ঝুঁকিতে বলে মনে করেন জয়সুরিয়া। টুইটারে তিনি লিখেছেন, ‘জাতীর সম্মান ঝুঁকিতে রয়েছে ছেলেরা, শেয ম্যাচ লড়াই করো।’

শেষ ম্যাচ হারলে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হবে শ্রীলঙ্কা। হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি জয়সুরিয়ার মুখে হাসি ফোটানোর তোপে পেরেরা-মেন্ডিসরা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর