২ ঘণ্টার ব্যবধানে পঞ্চমবারের মতো ভূমিকম্পে কাঁপল সিলেট

আপডেট: May 29, 2021 |

সিলেটে ২ ঘণ্টার বেশি সময়ের ব্যবধানে পঞ্চমবারের মতো মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। জেলা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার দুপুর ১টা ৫৮ মিনিটের দিকে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয় বলে জানান তিনি।এর আগে সকালে সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা ৩৭ পর্যন্ত চারবার ভূমিকম্প অনুভূত হয় সিলেটে।

আবহাওয়া অধিদপ্তরের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, সকাল ১০টা ৩২, ১০টা ৪৭, বেলা ১১টা ৩০ ও ১১টা ৩৭ মিনিটে সিলেট অঞ্চলে ভূমিকম্প হয়।

ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪ দশমিক ১। ইকবাল আহমেদ বলেন, ‘১ ঘণ্টার মধ্যে পরপর চারবার ভূমিকম্প হয়েছে।’ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থলও সিলেট।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর