ভারতে পৌঁছাল ৩০ লাখ স্পুটনিক ভি ভ্যাকসিন

রাশিয়া থেকে ভারতে পৌঁছেছে ৩০ লাখ স্পুটনিক ভি ভ্যাকসিন। মঙ্গলবার হায়দরাবাদ পৌঁছায় এসব ভ্যাকসিন বহনকারী বিশেষ চাটার্ড বিমান আরইউ-৯৪৫০।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। এ ভ্যাকসিন সংরক্ষণে বিশেষ আবহাওয়া প্রয়োজন। মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয় এটি।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ২ কোটি ৮৩ লাখেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে তিন লাখ ৩৫ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে।
মহামারির জেরে বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতিও। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দফতরের হিসাব অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ভারতের অর্থনীতি ৭ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। গত ৪০ বছরেরও বেশি সময়ে দেশটির অর্থনীতিতে এমন খারাপ অবস্থা আর দেখা যায়নি।
উদ্ভূত পরিস্থিতিতে টিকাদান কর্মসূচির ওপর জোর দিয়েছে ভারত। দেশে উৎপাদিত ভ্যাকসিনের বাইরে বিদেশ থেকেও টিকা সংগ্রহ করছে দেশটি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস
বৈশাখী নিউজ/ বিসি