সরকারের অন্ধ সমালোচনায় বিএনপি সত্য ভুলে গেছে: সেতুমন্ত্রী

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই সম্প্রতি নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার (৬ জুন) বিকেলে আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের অন্ধ সমালোচনা করতে গিয়ে বিএনপি সত্য কথা বলতে ভুলে গেছে।

আর দাতাদের দয়ার উপর নির্ভর করে বিএনপি বাজেট দিতো, আওয়ামী লীগ স্বনির্ভর বাজেট দিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি ক্ষমতার জন্য সরকারের সমালোচনা করতে দেশ ও রাষ্ট্রের বিরোধীতা করছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে নির্বাচনে অংশগ্রহণ করছে না।

বৈশাখী নিউজ/ জেপা