বর্ণবৈষম্য সইতে না পেরে ফুটবলারের আত্মহত্যা

আপডেট: June 7, 2021 |

বর্ণবৈষম্যে এখন ফুটবলের অন্যতম আলোচিত ইস্যু। প্রায়ই দেখা যায় ফুটবলারদের বর্ণবৈষম্যের শিকার হতে। তার প্রতিবাদও দেখা যায় নিয়মিত। কিন্তু এবার বর্ণবৈষম্য সহ্য করতে না পেরে মারা গেলেন এসি মিলানের সাবেক ফুটবলার সিয়াড ভিসান।

ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটির যুব একাডেমির হয়ে খেলেছেন তিনি। ২০ বছর বয়সী ভিসানের মরদেহ পাওয়া গেছে তার বাড়ি ইতালির ক্যাম্পানিয়াতে। আত্মহত্যার আগে এর কারণ জানিয়ে একটি চিঠিও লিখেছেন তিনি।

স্থানীয় পুলিশ জানিয়েছে চিঠিতে বছরের পর বছর ধরে বর্ণবৈষম্য সহ্য করতে না পারায় মারা যাওয়ার কথা লিখেছেন ভিসান।

তিনি লিখেছেন, ‘এখন, আমি যেখানেই যাই, যেখানেই যাই, যেখানেই যাই। সেখানেই আমি পাথরের মতো অনুভব করি। মানুষের সন্দেহপ্রবনতা, কুসংরচ্ছন্নতা, অন্যভাবে তাকানো এসব আমার কাঁধে ভর করে।’

ভিসান আরও লিখেছেন, ‘মানুষের কাছে প্রমাণ করতে হয়, যেন তারা আমাকে চেনে না। আমি তাদের মতো না, ইতালিয়ান, সাদা। আমার মনে হতো কালো হওয়ায় আমার লজ্জিত হওয়া উচিত।’

ইথিওপিয়ায় জন্ম নেওয়া ভিসান ছোটবেলায় চলে আসেন ইতালিতে। দেশটির এক দম্পত্তি পালক হিসেবে তাকে এখানে আনেন। এখানে এসেই ফুটবল খেলতে শুরু করেন ভিসান।

কিন্তু ২০১৬ সালেই ক্রীড়াঙ্গন থেকে অবসরের কথা জানান তিনি। ফুটবল থেকে অবসর নিলেও অ্যাটলেটিকো ভিটিকালার হয়ে ফুটবল চালিয়ে যাচ্ছিলেন ২০ বছর বয়সী এই তরুণ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর