আল-আকসা মসজিদে ফের হামলা হলে পাল্টা ব্যবস্থা: প্রতিরোধ আন্দোলন

পবিত্র আল-আকসা মসজিদে ফের যদি ইসরায়েল হামলা চালায় তাহলে তারাও পাল্টা জবাব দেবে বলে হুশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের সম্মিলিত ইসলামি প্রতিরোধ ফ্রন্ট। সংগঠনের নেতারা বলেছে, তারা যেকোনো সময় ইসরায়েলি আগ্রাসন ও অপরাধের জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

সোমবার (৭ জুন) ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর জয়েন্ট রুম থেকে প্রকাশিত এক বিবৃতিতে সাম্প্রতিক অপারেশন কুদস ফোর্সের প্রশংসা করে বলা হয়েছে- ঐক্য, সৌহার্দ্য এবং প্রতিরোধের বিভিন্ন উপায় অবলম্বন করে ফিলিস্তিনিরা শত্রুদের পরাজিত করেছে। যার অর্থ হচ্ছে তারা আবার ফিলিস্তিনিদের ওপর নতুন সমস্যা চাপিয়ে দেবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে- ইহুদিবাদী শত্রুরা সম্পূর্ণ ভুল হিসাব করেছিল যে, তারা সঠিক সময়ে তাদের অশুভ পরিকল্পনা বাস্তবায়নের জন্য অগ্রসর হতে পারবে কিন্তু তারা চূড়ান্ত এবং শক্ত প্রতিরোধের মুখে পড়েছে।

এদিকে লেবানন জানিয়েছে, ইসরায়েল তাদের দেশে হামলা চালালে এর ফল শুভ হবে না। সূত্র: পার্সটুডে

বৈশাখী নিউজ/ বিসি