চীনের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাস

চীনের প্রযুক্তির সাথে প্রতিযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে একটি বিল পাস হয়েছে মার্কিন সিনেটে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষে ৬৮-৩২ ভোটে পাস হয় বিলটি।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও গবেষণা জোরদার করার জন্য ১৯০ বিলিয়ন ডলার অনুমোদন দেওয়া হয়েছে বিলে।
এ ছাড়া সেমিকন্ডাক্টর ও টেলিযোগাযোগ সরঞ্জাম উৎপাদন ও গবেষণায় খরচ করতে অতিরিক্ত আরও ৫৪ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে।
সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে অনেক বিষয়ে বিরোধ থাকলেও চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তারা যে একাট্টা মঙ্গলবারের এই বিলের ভোট তা পরিষ্কার হল।
বিলটি সিনেটে পাসের পর এখন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হবে। এরপর এটি আইনে পরিণত হবে। তবে কখন এটি কার্যকর হবে সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।
বিলে চীন সংক্রান্ত আরও কয়েকটি বিধান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, সরকারি ডিভাইস থেকে টিকটক অ্যাপ ডাউনলোড বন্ধ করা, চীন সরকার সমর্থিত ড্রোন প্রস্তুতকারক কোম্পানি থেকে ড্রোন কেনা বন্ধ করা।