মুম্বাইয়ে ভবন ধসে ১১ জনের মৃত্যু

আপডেট: June 10, 2021 |

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়ে। এটি পাশের একটি বস্তির ওপর ভেঙে পড়ে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখনও ধ্বংসস্তুপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হয়েছে। এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, সারাদিনের তুমুল বৃষ্টিতে বুধবার (৯ জুন) রাতে মুম্বাইয়ের মালাডে ভবনটি ধসে পড়ে। বেশিরভাগ বাসিন্দা ভবনের ভেতরেই অবস্থান করায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পরই ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ সময় স্থানীয় বাসিন্দারাও এগিয়ে যান। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বৃহন্নুম্বাই পৌর করপোরেশন (বিএমসি) থেকে জানানো হয়েছে, এই এলাকার এমন অনেক ভবনের অবস্থা ‌‘বিপজ্জনক’ ঘোষণা করা হয়েছিল।

মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ বলেছেন, ভারী বৃষ্টিপাতের ফলে ভবনটি ধসে পড়েছে। সারাদিনের মুম্বাইয়ের বহু স্থানে পানি জমে ছিল।ফলে রাস্তা ও রেললাইন ডুবে থাকায় সমস্যায় পড়েন মুম্বাইয়ের বাসিন্দারা।

ভারতের আবহাওয়া অফিস থেকে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় আগামী চার দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর