মাথায় আঘাত পেয়ে মাঠের বাইরে ডু প্লেসিস

আপডেট: June 13, 2021 |
print news

ক্রিশ্চিয়ান এরিকসেনের ধাক্কা সামলে যেই না উঠেছে ক্রীড়া বিশ্ব, তখনই আরেক খবর ভেসে এল পাকিস্তান সুপার লিগ থেকে। সতীর্থ মোহাম্মদ হাসনাইনের সঙ্গে ধাক্কা লেগে কনকাশন হয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসের।

এর পরই বেরিয়ে গেছেন মাঠ থেকে। ম্যাচ চলাকালে আর মাঠে ফেরেননি তিনি।

পেশোয়ার জালমির বিপক্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের ম্যাচের তখন সপ্তম ওভারের খেলা চলছে। তখন এক বাউন্ডারি ঠেকাতে গিয়েই সীমানা দড়ির কাছে হাসনাইনের সঙ্গে সংঘর্ষ হয় ডু প্লেসিসের। সঙ্গে সঙ্গে সতীর্থরা দৌড়ে যান তার কাছে।

এর পর অবশ্য নিজ পায়ে হেঁটেই মাঠ ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। তবে তার কনকাশন বদলি হিসেবে মাঠে আনা হয় সাইম আইয়ুবকে।

এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে কনকাশন বদলি করাল ডু প্লেসিসের দল কোয়েটা। এর আগে গেল ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এ ঘটনা ঘটেছিল। সেদিন পেসার মোহাম্মদ মুসার বাউন্সারে কনকাশন হয় দলটির ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। তার বদলি হিসেবে সে ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটরস মাঠে আনে পেসার নাসিম শাহকে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর