অস্ট্রিয়া এবার চমক দেখাল

আপডেট: June 14, 2021 |

আসরের দ্বিতীয় দিনেই চমক দেখিয়েছিল ফিনল্যান্ড। প্রথমবারের মতো ইউরো কাপে খেলতে এসে হারিয়েছিল তুলনামূলক শক্তিশালী দল ডেনমার্ককে। ইউরোপিয়ার শ্রেষ্ঠত্বের আসরে সেটিই ছিল ফিনল্যান্ডের প্রথম জয়। ফিনল্যান্ডের একদিন পর একই কীর্তি গড়ল অস্ট্রিয়া। তারা হারিয়েছে প্রথমবারের মতো ইউরো

খেলতে আসা উত্তর মেসিডোনিয়াকে, তুলে নিয়েছে এই টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়।

উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার জয়টি ৩-১ গোলের। অথচ ইউরোতে খেলা আগের ছয় ম্যাচে সব মিলিয়ে মাত্র ২টি গোল করতে পেরেছিল তারা। সপ্তম ম্যাচে এসে তারাই করল ম্যাচে তিনটি গোল।

রবিবার রোমানিয়ার জাতীয় স্টেডিয়ামে অস্ট্রিয়াকে সহজে জিততে দেয়নি উত্তর মেসিডোনিয়া। আক্রমণ পাল্টা-আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। প্রথমে গোল হজম করেও সমতা ফিরিয়েছিল উত্তর মেসিডোনিয়া।

কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। সবশেষ ২১ ম্যাচে মাত্র ৬টি ম্যাচে হারল উত্তর মেসিডোনিয়া। এর মধ্যে তিনটিই অস্ট্রিয়ার বিপক্ষে। ইউরোর বাছাইপর্বে পরপর দুই ম্যাচে ১-৪ ও ১-২ গোলে হেরেছিল তারা। এবার হারল ১-৩ গোলে।

অস্ট্রিয়ার জয়ে গোল তিনটি করেছেন যথাক্রমে স্টেফান লেইনার, মাইকেল গ্রেগরিৎস ও মার্কো আরনাউতোভিচ। ম্যাচের ১৮ মিনিটের সময় লেইনারের গোলের পর, ২৮ মিনিটে গিয়ে সেটি শোধ দিয়েছিলেন উত্তর মেসিডোনিয়ার গোরান পানদেভ।

সি গ্রুপের অন্য ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। তবে গোল ব্যবধানে টেবিলের শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে অস্ট্রিয়া।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর