করোনায় রক্ত জমাটের কারণ জানালেন আয়ারল্যান্ডের বিজ্ঞানীরা

আপডেট: June 16, 2021 |
print news

করোনাভাইরাসে আক্রান্তদের দেহে কীভাবে ও কেন প্রাণ সংহারি রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটছে তা চিহ্নিত করতে পেরেছেন আয়ারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির রয়্যাল কলেজ অব সার্জনের একদল গবেষকের গবেষণায় বিষয়টি আবিষ্কার করেছেন। থ্রোম্বোসিস ও হেমোস্টাসিস নামের জার্নালে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানীরা ডাবলিনের বিউমন্ট হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে থাকা করোনা রোগীদের নমুনা পর্যালোচনা করেছেন। এতে দেখা গেছে, অণুতে রক্ত জমাট বাঁধার কারণ হলো ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর (ভিডব্লিউএফ)। যেসব করোনা রোগীদের ভিডব্লিউএফ প্রোটিনের উন্নত স্তর অতিক্রম করেছে তাদের এই অণুর রেগুলেটর অ্যাডাম্টস ১৩-এর মারাত্মকভাবে ব্যাহত হয়।

গবেষণা প্রতিবেদনটির লেখক ও রয়্যাল কলেজ অব সার্জনের লেকচারার ড. জেইমি ও’সালিভান বলেন, আমাদের গবেষণা করোনা রোগীদের রক্ত জমাট বাঁধার পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে সহযোগিতা করবে, যা কার্যকর চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি জানান, এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। জানা প্রয়োজন ভিডব্লিউএফ ও অ্যাডাম্টস ১৩-এর মাত্রা পরিবর্তন করে সফলভাবে হস্তক্ষেপ করা সম্ভব কিনা। তথ্যসূত্র : বিবিসি

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর