বাহাউদ্দিন নাছিম দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত

আপডেট: June 17, 2021 |
print news

দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

গতকাল ১৬ জুন তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বৃহস্পতিবার তিনি রাজধানীর আরেকটি হাসপাতালে করোনা টেস্ট করতে দিয়েছেন। এর আগে করোনা টিকার দুটি ডোজ নিয়েছিলেন বাহাউদ্দিন নাছিম।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে বাহাউদ্দিন নাছিমের। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ সেপ্টেম্বর তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর