করোনায় কিংবদন্তি ভারতীয় অ্যাথলেট মিলখা সিংয়ের মৃত্যু

আপডেট: June 19, 2021 |
print news

প্রথম ভারতীয় হিসেবে কমওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী অ্যাথলেট মিলখা সিং আর নেই। করোনায় আক্রান্ত হওয়ার ৩০ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তার স্ত্রী নির্মল কৌর পাঁচদিন আগেই মারা গেছেন। তিনিও কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

শুক্রবার রাতে পিজিআইএমইআর হাসপাতালে মারা যান তিনি। তার ছেলে গল্ফার জীব মিলখা সিংহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৫৮ সালের কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হয়েছিলেন ‘উড়ন্ত শিখ’ মিলখা। ১৯৬০ সালে রোম অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন। সেখানে চতুর্থ হয়ে অল্পের জন্য পদক পাননি। এশিয়ান গেমসেও ৪টি সোনা আছে মিলখার। ১৯৫৯ সালে পদ্মশ্রী সম্মান দেওয়া হয় তাকে।

গত ২০ মে কোভিডে আক্রান্ত হন। চার দিন পরে ২৪ মে মোহালির হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৩০ মে হাসপাতাল থেকে ছাড়া পান। কিন্তু ৩ জুন শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় পিজিআইএমইআর-এর নেহেরু হাসপাতালে ভর্তি করাতে হয় মিলখাকে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর