করোনাভাইরাসে আরও ৮২ জনের প্রানহানি

আপডেট: June 20, 2021 |
print news

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮২ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন মোট ১৩ হাজার ৫৪৮ জন। খুলনা বিভাগে সর্বোচ্চ ৩২ জন মারা গেছেন।

রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

১৯ জুন সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮২ জনের মধ্যে পুরুষ ৫৫ জন ও নারী ২৭ জন। করোনায় মৃতদের মধ‌্যে ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২১ জন এবং ৬০ বছরের বেশি বয়সী ৩৮ জন।

বিভিন্ন বিভাগের মধ‌্যে ঢাকায় ২১ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ১২ জন, খুলনায় ৩২ জন, বরিশালে ১ জন, সিলেটে ২ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহে ৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৩ হাজার ৬৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জন।

 

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৪৬ শতাংশ। সুস্থতার হার ৯১ দশমিক ৯০ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর