প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের শুভ সূচনা
আপডেট: June 21, 2021
|

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস জিতে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। পাওয়ার প্লের ৬ ওভারে মোহামেডানের রান ১ উইকেটে ৫৯। উইকেটে আছেন আব্দুল মজিদ ও শামসুর রহমান শুভ।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান দলকে উড়ন্ত সূচনা এনে দেন। দলে ফেরা পারভেজ হোসেন ঈমন ব্যাট হাতে উত্তাপ ছড়ান। বাঁহাতি ব্যাটসম্যান এরই মধ্যে হাঁকিয়েছেন ৫টি ছক্কা। পঞ্চম ওভারে শরিফুলের এক ওভারে দুটি ছক্কা ও দুটি চার আদায় করে নেন তিনি।
মোস্তাফিজের করা ষষ্ঠ ওভারের দ্বিতীয় বল উড়াতে গিয়ে মিড অফে ক্যাচ দেন ইমন। এর আগে ২০ বলে তার ব্যাট থেকে আসে ৪৯ রান। পেছনে গিয়ে এক হাত উঠিয়ে দারুণ ক্যাচ নিয়ে প্রাইম ব্যাংককে উইকেটের স্বাদ এনে দেন শরিফুল।