মহাকাশ ভ্রমণ হতে জেফ বেজোসের পৃথিবীতে প্রত্যাবর্তন রুখতে গণস্বাক্ষর !

আপডেট: June 22, 2021 |
print news

আগামী মাসেই মহাকাশ ভ্রমণে যাচ্ছেন ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাকে যেন আর পৃথিবীতে ফিরতে না দেওয়া হয়- সেজন্য অনলাইনে এমন আবেদন জানিয়ে গণস্বাক্ষর শুরু হয়েছে। এতে ইতোমধ্যে অংশ নিয়েছেন হাজারো মানুষ। মহাকাশ ভ্রমণের জন্য ব্লু অরিজিন নামে একটি প্রতিষ্ঠান গড়েছেন বেজোস। চলতি মাসেই তিনি ঘোষণা দেন, ছোট ভাইকে সঙ্গে নিয়ে নিউ শেপার্ড নভোযানে ক্ষণিকের জন্য মহাশূন্য থেকে ঘুরে আসবেন। মানুষ নিয়ে ব্লু অরিজিনের প্রথম সে উড্ডয়নের দিন ঠিক করা হয়েছে আগামী ২০ জুলাই। বেজোসের সে ঘোষণার পর তাকে মহাকাশ থেকে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে বাধা দিতে অনলাইনে দুটি পিটিশন চালু করা হয়। চালুর দিন দশকের মধ্যে হাজারো মানুষ তাতে অংশ নেন। বিজনেস ইনসাইডার।

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর