আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব: রোনালদো

আপডেট: June 29, 2021 |
print news

শেষ ষোলোর ম্যাচে রবিবার বেলজিয়ামের বিরুদ্ধে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন, তিনি সতীর্থদের লড়াই দেখে গর্বিত।

৩৬ বছরের জুভেন্টাস তারকা দেশের হয়ে এটাই শেষ ইউরো খেললেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চার বছর পরে তাঁর বয়স হবে ৪০। তখন কোনও বড় প্রতিযোগিতায় দেশের স্ট্রাইকার হিসেবে খেলার ফিটনেস থাকবে কি না, তা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন।

ইউরোর শেষ ম্যাচ বলেই হয়তো হারের পরে হতাশা ঢেকে রাখতে পারেননি কিংবদন্তি তারকাও। ম্যাচের পরে বেরিয়ে আসার সময় অধিনায়কের আর্মব্যান্ড মাটিতে ছুড়ে দিয়ে তাতে লাথি মারেন। যে ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তে। তার আগে রিয়াল মাদ্রিদে প্রাক্তন সতীর্থ, বেলজিয়ামের গোলকিপার থিবো কর্তুয়াকে দেখে তিনি বলে ওঠেন, ‘‘তুমি ভাগ্যবান। তোমাদের গোলে আজ বল ঢুকতেই চাইছিল না।’’

পরে যাবতীয় হতাশা দূরে সরিয়ে রোনালদো টুইটারে লেখেন, ‘‘যে রকম ফল প্রত্যাশিত ছিল, তা হয়নি। গত বারের চ্যাম্পিয়ন হলেও এ বার সঠিক সময়ের আগেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছি।’’ যোগ করেন, ‘‘তবে আমরা নিজেদের পারফরম্যান্সে গর্বিত। সর্বশক্তি দিয়ে ইউরো শিরোপা ধরে রাখার চেষ্টা করেছে ছেলেরা। প্রমাণ করেছি, সমর্থকদের আনন্দ দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে।’’

বেলজিয়ামকে অভিনন্দন জানাতেও ভোলেননি তিনি। রোনালদো লিখেছেন, ‘‘অভিনন্দন বেলজিয়াম। প্রতিযোগিতায় বাকি দলগুলোকেও অভিনন্দন। তবে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর