করোনায় নওগাঁয় মৃত্যু ৫ জনের , শনাক্ত ১১০

নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে সব্বোর্চ ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জনে।
এছাড়াও এ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৫ দশমিক ৭ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১১টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেপুটি সিভিল সার্জন জানান, গত বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেনে ২০৫ টেস্টের মধ্যে ৪৪ জন ও আরটিপিসিআরের ১০৩ টেস্টের মধ্যে ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
একই সময়ের মধ্যে জেলায় একদিনে সব্বোর্চ ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্েয পতœীতলা উপজেলার দুই, বদলগাছীর এক, রাণীনগররের এক ও আত্রাইয়ের একজন আছেন।
এছাড়া, ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭৫ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছে ৩ হাজার ২৪০ জন।