নেদারল্যান্ডসে রানওয়ে ছেড়ে ভবনে ধাক্কা খেল এফ-১৬ যুদ্ধবিমান

আপডেট: July 2, 2021 |

নেদারল্যান্ডসে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি বেলজিয়ান এফ-১৬ যুদ্ধবিমান একটি ভবনে আছড়ে পড়েছে। এ সময় বিমানটি ভবনের কয়েক মিটার ভেতরে ঢুকে পড়ে। তবে ওই ভবনে কেউ ছিলেন না। লিউওয়ার্ডেন বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

মিররের খবরে বলা হয়েছে, এক পায়ে আঘাত পাওয়া পাইলটকে হাসপাতালে নেওয়া হয়েছে। কাছাকাছি থাকা আরেক সেনা সদস্য আহত হলে তাকেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হাসপাতালে নেওয়া হয়।

ডাচ এয়ার ফোর্স জানায়, বৃহস্পতিবার সকালে লিউওয়ার্ডেন বিমানঘাঁটিতে এফ-১৬ যুদ্ধবিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। আমরা পরিস্থিনি পর্যালোচনা করছি।

পাইলট কেন নিয়ন্ত্রণ হারালেন তা স্পষ্টভাবে জানা যায়নি। ঘটনার ছবিতে দেখা গেছে, যুদ্ধবিমানটি ভবন ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। সেখানে উপস্থিত রয়েছেন জরুরি সেবার কর্মীরা। বাতাসে ধোঁয়া উড়তেও দেখা গেছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর