মায়ামিতে ভবন ধসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে বাইডেনের সাক্ষাৎ

আপডেট: July 2, 2021 |
print news

যুক্তরাষ্ট্রের মায়ামিতে ধসে পড়া ভবন থেকে এখনো জীবিত মানুষকে উদ্ধার করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ক্ষতিগ্রস্ত ও নিখোঁজদের পরিবারের সঙ্গে দেখা করে তিনি বলেন, ফেডারেল সরকারের পক্ষ থেকে উদ্ধার অভিযানে পূর্ণ সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি ভবনটি ধসে পড়ার কারণও খুঁজে বের করা হবে।

এর আগে গত সপ্তাহে ফ্লোরিডার মায়ামিতে ধসে পড়া ভবনটি থেকে ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ১৪৫ জন। ভবনটির অবশিষ্ট অংশ ভেঙে পড়ার আশঙ্কায় ১৫ ঘন্টা বন্ধ থাকার পর

বৃহস্পতিবার বিকেল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হয়েছে।

এদিকে মিয়ামি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে ভবনটির অবশিষ্ট অংশ ভেঙে ফেলার বিষয়টি পর্যালোচনা করছেন তারা।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর