এক পোস্টেই রোনালদোর আয় ১২ কোটি টাকা

আপডেট: July 2, 2021 |
print news

বয়স যতো বাড়ছে, ততোই জনপ্রিয়তা বাড়ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসেব তেমনই ইঙ্গিত দিচ্ছে। ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসাবে সারা বিশ্বে শীর্ষে পর্তুগিজ ফুটবল তারকা। তার প্রতি পোস্টের দর প্রায় ১২ কোটি টাকা।

ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসেবের তালিকায় প্রথম ২০ জনের মধ্যে এক মাত্র ভারতীয় হলেন বিরাট কোহলি। তিনি রয়েছেন ১৯ নম্বরে। ভারত অধিনায়কের প্রতি পোস্টের দাম প্রায় ৫ কোটি ১০ লক্ষ টাকা। প্রসঙ্গত, ভারতীয় বোর্ডের চুক্তি অনুযায়ী বোর্ডের থেকে কোহলীর বার্ষিক আয় ৭ কোটি টাকা।

রোনালদোর থেকে বেশ কিছুটা পিছনে লিয়োনেল মেসি। তালিকায় তিনি রয়েছেন সপ্তম স্থানে। ইনস্টাগ্রামে তার প্রতি পোস্টের দাম প্রায় ৮ কোটি ৭০ লক্ষ টাকা।

১৬ নম্বরে রয়েছেন নেইমার। ব্রাজিলের তারকা ফুটবলারের আয় প্রায় ৬ কোটি ২০ লক্ষ টাকা।

প্রথম ২০ জনের মধ্যে নাম রয়েছে প্রাক্তন ডব্লিউডব্লিউই তারকা ডোয়েন জনসনও। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। হলিউডে অভিনয় করছেন জনসন। তার প্রতি পোস্টের দাম প্রায় ১১ কোটি ৪০ লক্ষ টাকা।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর