ভারতে ৩ কোটি পোস্ট সরাল ফেসবুক

আপডেট: July 3, 2021 |

ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইন মেনে ৩ কোটির বেশি কনটেন্ট নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ফেসবুক গতকাল শুক্রবার (২ জুলাই) ভারত সরকারের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে এই তথ্য উঠে এসেছে।

বলা হচ্ছে, ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত ১০টি ক্যাটাগরির অভিযোগ আমলে নিয়ে ভারতীয় নাগরিকদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আড়াই কোটি স্প্যাম, সহিংসতামূলক ২৫ লাখ, নগ্নতা ও যৌনতা সংশ্লিষ্ট ১৮ লাখ এবং ঘৃণাকে উসকে দেওয়া তিন লাখ ১১ হাজার কন্টেন্ট মুছে দিয়েছে ফেসবুক।

এ ছাড়া তাচ্ছিল্য ও হেনস্তামূলক এক লাখ ১৮ হাজার, আত্মহত্যা ও আত্মঘাতমূলক পাঁচ লাখ ৮৯ হাজার, বিপজ্জনক সংগঠন ও ব্যক্তি ক্যাটাগরির আওতায় সন্ত্রাসী প্রোপাগান্ডামূলক এক লাখ ছয় হাজার এবং সংঘবদ্ধ ঘৃণা ছড়ানো ৭৫ হাজার কন্টেন্ট সরিয়েছে ফেসবুক। তথ্যসূত্র : এনডিটিভি

ফেসবুক বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারা ওই ১০ অভিযোগের কনটেন্টগুলো চিহ্নিত করে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর