করোনায় টাঙ্গাইলে মৃত্যু ৭ , শনাক্ত ৪১৩

আপডেট: July 6, 2021 |

টাঙ্গাইলে টাঙ্গাইলে করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ২জন মারা গেছে। টাঙ্গাইল জেলায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪১৩ জন করোনায় শনাক্ত হয়েছে। ৭১৩টি নমুনা পরীক্ষার রির্পোটে ৪১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৫৭ দশমিক ৯২ভাগ।

আজ মঙ্গলবার (৬ জুলাই) এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৪ জন।

আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৪ হাজার ৮৯৩ জন। সর্বমোট মারা গেছে ১৩৫ জন। জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ৮৮ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সাজেদুর রহমান জানান, করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে করোনা রোগীদের স্থান সংকুলান হচ্ছে না। বর্তমানে হাসপাতালে ১৪৩ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে ৭৮ জন করোনায় ও ৬৫ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর