বাংলাদেশে যৌথভাবে টিকা উৎপাদনে কাজ করছে চীন

আপডেট: July 6, 2021 |

বাংলাদেশে করোনার টিকা উৎপাদনের জন্য বাংলাদেশি অংশীদারদের সঙ্গে চীনা কম্পানিগুলো কাজ করছে বলে জানিেয়েছন ঢাকায় চীনা দূতাবাসের মিশন উপ-প্রধান হুয়ালং ইয়ান।

আজ মঙ্গলবার (৬ জুলাই) এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি।

চীনা মিশন উপ-প্রধান লিখেছেন, এখন পর্যন্ত প্রায় ১০০ টি দেশে টিকা সরবরাহ করেছে চীন। পাশাপাশি কোভ্যাক্স কার্যক্রমে এক কোটি ডোজের প্রথম ব্যাচ টিকা সরবরাহ দেবে চীন। উন্নয়নশীল অনেক দেশ করোনার প্রথম ব্যাচ টিকা হিসেবে চীনের টিকা পেয়েছে। উন্নয়নশীল অনেক দেশের সঙ্গে যৌথভাবে গবেষণা, উন্নয়ন ও সহযোগিতার মাধ্যমে টিকা উৎপাদনের জন্য কাজ করছে চীন।

চীন বেশ কিছু উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়নের মাধ্যমে টিকা উৎপাদন এবং তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল পরিচালনা করেছে।

চীনের টিকাগুলো এরই মধ্যে ব্যাপকভাবে নিরাপদ ও কার্যকর হিসেবে স্বীকৃত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যথেষ্ট সুনাম অর্জন করেছে চীনের টিকাগুলো।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর