মগবাজারের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

আপডেট: July 7, 2021 |
print news

রাজধানীর মগবাজারে বিস্ম্ফোরণের ঘটনায় আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সুভাষ চন্দ্র সাহা (৬২) নামের ওই ব্যক্তি সোমবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। ভয়াবহ ওই বিস্ম্ফোরণে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ জনে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, গত ২৭ জুন সন্ধ্যায় মগবাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ম্ফোরণে সড়কের সামনে জটে আটকে থাকা গাড়িতেও আগুন ধরে যায়। ওই সময় একটি বাসে ছিলেন সুভাষ। সেখানেই তিনি গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সুভাষ চন্দ্র সাহা হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সোমবার তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে আইসিইউতে নেওয়া হয়। গভীর রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ময়নাতদন্ত ছাড়াই সুভাষের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তার বাড়ি কুমিলল্গার চান্দিনা উপজেলায়। তিনি পুরান ঢাকার ইসলামপুর এলাকায় থাকতেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর