২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু

আপডেট: July 8, 2021 |

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে এবং দুই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৮ জনের।

এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৭২ জনের এবং সুস্থ হয়েছেন ৯৪ জন।

আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরিক্ষা করা হয়।

এতে ৬৪ জনের করোনা পজিটিভ আসে, এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ১৭ নমুনায় ৯ জনের, এন্টিজেন পরিক্ষায় ২২১ নমুনায় ৭২ জনের এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৫৩টি নমুনার মধ্যে ২৭ জনসহ মোট ১৭২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৭৫ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৫০ জন।

এছাড়া নতুন চার জনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৬ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৫৬১ জন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর