আগামীকাল থেকে ডেঙ্গু নিধনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট: July 8, 2021 |

ডেঙ্গু মোকাবিলায় এডিস মশার বিরুদ্ধে আগামী কাল থেকে রাজধানীতে সিটি কর্পোরেশন অভিযান শুরু করবে বলে জানিয়েছে এলজিআরডি মন্ত্রী।

বর্ষার শুরু থেকেই ডেঙ্গু মোকাবিলায় কর্মপ্রক্রিয়া হাতে নেয়া হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। বৃহস্পতিবার নিজ বাসভবনে একথা জানান মন্ত্রী।

ঢাকার দুই সিটিতে ১০ জন করে ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন মন্ত্রী। সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পেলেও ব্যবস্থা নেয়া হবে এবং এক্ষেত্রে কোনও বাছাবাছি চলবে না।

মশক নিধন কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, ‘পরিস্থিতি উদ্বেগজনক হলে সবাই যতটা তৎপর হয়, স্বাভাবিক সময়ে ততোটা হয় না, তবে এই প্রবণতা আগের চেয়ে কমেছে। যার যার দায়িত্ব-কর্তব্য ঠিকঠাক পালন করার আহ্বান জানান তিনি।

কোভিড প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ঢাকা দক্ষিণে জুন পর্যন্ত সহনীয় থাকলেও জুলাইতে আক্রান্তের প্রবণতা বেড়েছে। তবে, ঢাকা উত্তরে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত কম।’

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর