জাপানে দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি

আপডেট: July 9, 2021 |
print news

অলিম্পিক গেমস শুরুর আগ পর্যন্ত রাজধানীতে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করল জাপান। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বলা হয়, ২৩ জুলাই অলিম্পিক গেমস শুরুর আগে ১২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা চলবে টোকিওতে।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের বিভিন্ন ধরনের বিষয়টি এবং দেশের বাকি অঞ্চলগুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জাপানে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট চলছে।

করোনা সংক্রমণ হঠাৎ করেই বাড়তে শুরু করেছে দেশটিতে। আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশে উঠেছে সেখানে। গত বছর করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছিল অলিম্পিক গেমস।

এক বছর পিছিয়ে দেওয়া হয় গেমের সূচি। কিন্তু এ বছরও কমেনি ভাইরাসের প্রকোপ। অলিম্পিক এগিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে ভাইরাস সংক্রমণও বাড়ছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর