কুষ্টিয়ায় আরও ১৪ জনের মৃত্যু

আপডেট: July 12, 2021 |
print news

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ এবং ৬ জনের করোনার উপসর্গ ছিল বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৭৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯৭ শতাংশ।

চলমান বিধিনিষেধে (লকডাউনে) গণপরিবহন, কলকারখানা, হোটেল, রেস্তোরাঁ, শপিংমল ও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। কিন্তু, স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও দেখা গেছে কাঁচাবাজারগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছে না তারা।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর