গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২০ জনের মৃত্যু

আপডেট: July 12, 2021 |

দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের দিনের রেকর্ড ভেঙে একদিনে করোনায় নতুন করে ১৩ হাজার ৭৬৮ জন শনাক্ত হয়েছেন। শনাক্তে এ যাবৎকালে এটাই সর্বোচ্চ।

গত ১১ই জুলাই দেশে ১১ হাজার ৮৭৪ জন শনাক্ত হয়েছিল। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৩৯ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন সুস্থ হয়ে উঠেছেন।

এতে আরও জানানো হয়, ৬২৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায়  ৪৬ হাজার ৪৫টি নমুনা সংগ্রহ এবং ৪৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭০ লাখ ১৫ হাজার ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর