কামরাঙ্গীরচরে ব্যাটারি বিস্ফোরণ: নিহত বেড়ে ৩

আপডেট: July 14, 2021 |

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় বাবা-মায়ের পর এবার মেয়ে আয়েশাও (৫) না ফেরার দেশে চলে গেছেন।

আজ বুধবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে গত ১০ জুলাই বিস্ফোরণে অগ্নিদগ্ধ বাবা আব্দুল মতিন (৪০) ও মা ইয়াসমিন আক্তার ময়না (৩৫) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজন।

শুক্রবার (৯ জুলাই) ভোরে সিলেটিবাজার কাজী গলির একটি দোতলা বাড়ির নিচতলায় ওই বিস্ফোরণ ঘটে।

দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, কামরাঙ্গীরচরে আগুনের ঘটনায় বুধবার সকাল ৭টার দিকে আয়েশা নামে আরও একজন মারা যান।

আয়েশার শরীরে ৪৬ শতাংশ দগ্ধ ছিল। এর আগে আয়েশার বাবা-মা মারা যান। এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজন হলো। মাইশা নামে আরও একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরে ৪২ শতাংশ দগ্ধ হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর