নারায়ণগঞ্জে দেয়াল ধ্বসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট: July 14, 2021 |

নারায়ণগঞ্জ বন্দরে সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ করার সময় দেয়াল ধ্বসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অপর একজন নারী।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলায় উত্তর লক্ষণখোলা এলাকায় ড্রেনের কাজ সময় একটি সরকারি প্রাইমারী স্কুলের দেয়াল ধ্বসে তিন শ্রমিক আহত হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়। অপর আহত শ্রমিক চিকিৎসাধীন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দেয়াল ধ্বসের ঘটনায় আহত তিন শ্রমিকের মধ্যে হৃদয় (৪০) ও দুলাল (৩৮)কে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। গুরুতর আহত মীম নামের এক নারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে লক্ষণখোলা এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ১০ জন শ্রমিক ড্রেন নির্মাণ কাজ করছিল। দুপুর দেড়টার সময় ড্রেনের পাশে থাকা স্কুলের দেয়াল ধ্বসে পড়লে সেখানে কর্মরত তিনজন শ্রমিক গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর