যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে

আপডেট: July 15, 2021 |

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে গণপরিবহন চালু হওয়ায় মহাসড়ক আগের রূপে ফিরে এসেছে। এ সড়কের পাকুল্যা থেকে এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এ সড়কে যাতায়াতরত যাত্রী সাধারণ।

 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ও এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত যানজটের বিষয়টি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলেকায় ঘুরে এমন যানজট দেখা যায়।

একাধিক যানবাহনের চালকরা জানান, মহাসড়কের করটিয়া থেকে উত্তরবঙ্গমুখী রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। মাঝে মধ্যেই আবার যানজট ছেড়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও ধীরগতির সৃষ্টি হচ্ছে। গণপরিবহন চালু হওয়ায় সড়কে যাত্রীদের যাতায়াত বেড়েছে। এজন্য  মহাসড়ক আগের রূপেই ফিরে আসতে শুরু করেছে।

 

ওসি শফিকুল ইসলাম জানান, এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, সড়কে যানজট নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে যাবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর