নতুন রূপে সেই ভাদনগর স্টেশনের উদ্বোধন করলেন মোদি

আপডেট: July 17, 2021 |

এক সময় এই ভাদনগর স্টেশনেই বাবার সঙ্গে চা বেচতেন এক ছোট ছেলে। সেই চা-ওয়ালাই এখন দেশের প্রধানমন্ত্রী। বিভিন্ন সময় বক্তব্য রাখতে গিয়ে বারবার নিজের জীবনের সেই কাহিনি শুনিয়েছেন নরেন্দ্র মোদি।

গতকাল শুক্রবার (১৬ জুলাই) ফের স্মৃতিতে ডুব দিলেন তিনি। এদিন নবরূপে আত্মপ্রকাশ করল গুজরাতের মেহসানা জেলার স্টেশনটি।

ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বিংশ শতাব্দীর পরিকাঠামো দিয়ে একবিংশ শতাব্দীর চাহিদা পূরণ করা সম্ভব নয়। সেই কারণে রেলেও আমূল পরিবর্তন ও সংস্কার প্রয়োজন। রেলকে শুধু পরিষেবা হিসেবে নয়, সম্পদ হিসেবে তুলে ধরতে আমরা ধারাবাহিকভাবে কাজ করেছি। এর ফলাফল আজ সকলের সামনে রয়েছে।

পশ্চিম রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপককুমার ঝা বলেন, ভাদনগর শহর হেরিটেজ সার্কিটের মধ্যে পড়ে। স্টেশনটিকে সাজিয়ে তোলার ক্ষেত্রে সেই হেরিটেজ লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। খরচ হয়েছে সাড়ে আট কোটি টাকার মতো।

এদিন নয়া ঝাঁ চকচকে গান্ধীনগর স্টেশনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তির উৎকর্ষতার দেখা মিলবে এই স্টেশনে। সেই সঙ্গে প্রচুর কর্মসংস্থানও তৈরি হবে। সাধারণ মানুষও এই স্টেশনে এসে বিমানবন্দরের মতো সুবিধা ভোগ করতে পারবেন।

প্রসঙ্গত এই স্টেশনেই সাত হাজার ৪০০ বর্গমিটারের পাঁচতলা হোটেল তৈরি হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর