শুধু মাস্ক পরিধান করলে ৭০ থেকে ৮০ শতাংশ করোনা প্রতিরোধ করা সম্ভব : পলক

আপডেট: July 17, 2021 |

মাস্ক পরিধান করলে ৭০ থেকে ৮০ শতাংশ করোনা প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। আইসিটি ডিভিশনসহ বিভিন্ন সংস্থার ১০ সপ্তাহের জরিপে এ তথ্য উঠে আসে।

প্রতিমন্ত্রী বলেন, আইসিটি ডিভিশনসহ বিভিন্ন সংস্থা সাড়ে ৩ লাখ মানুষের মধ্যে ১০ সপ্তাহ ধরে জরিপ কার্যক্রম চালানো হয়েছে। এই জরিপে দেখা গেছে, সঠিকভাবে শুধু মাস্ক পরিধান করলে ৭০ থেকে ৮০ শতাংশ করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।’

‘মাস্ক আমার, সুরক্ষা সবার ক্যাম্পাইন এবং জেলা করোনা প্রতিরোধ নিয়ে মতবিনিময় সভায় এই তথ্য দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

 

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলিসহ অন্যান্যরা।

এছাড়াও মতবিনিময় সভায়, জেলা প্রাণী সম্পদ, কোরবানী পশুর হাট ইজারাদারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর