শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ

আপডেট: July 18, 2021 |
print news

টানা চতুর্থ দিনের মতো মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদযাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের উপস্থিতিতে আজও মুখরিত ঘাট।

আজ রবিবার সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে চড়ে যাত্রীরা ঘাটে উপস্থিত হয়ে ফেরি ও লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছে। তবে স্পিডবোট চলাচল বন্ধ আছে।

ঘাট কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের পদ্মা নদী পার করা হচ্ছে। ঘাটে গাড়ি প্রবেশ সীমিত করা হয়েছে। ফেরিতে কিছু গাড়ি ঘাট ছেড়ে যাওয়ার পর সড়কের যান ফেরিঘাটে প্রবেশ করানো হচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য যাত্রী ও পণ্যবাহী মিলিয়ে ৩ শতাধিক যানবাহন রয়েছে। পর্যায়ক্রমে সব যানবাহন পারাপার করা হবে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর